সেরেনার জয় ইভানোভিচের বিদায়
বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনের প্রথম রাউন্ডে সহজ জয় পেয়েছেন শীর্ষ বাছাই মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। তবে প্রথম রাউন্ডেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন সপ্তম বাছাই সার্বিয়ান তারকা আনা ইভানোভিচ।
ফ্ল্যাশিং মিডোয় বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে মাত্র ৩০ মিনিটেই রাশিয়ার ভিতালিয়া দিয়াতচেঙ্কোকে উড়িয়ে দেন সেরেনা। প্রথম সেটে ৬-০ গেমে হারান এই মার্কিন কৃষ্ণকলি। তবে দ্বিতীয় সেটে দিয়াতচেঙ্কো ইনজুরির কারণে পুরো সেট শেষ করতে না পারায় সেরেনাকে জয়ী ঘোষণা করা হয়। এ সময় ২-০ গেমে এগিয়ে ছিলেন সেরেনা।
এর আগে মারিয়া শারাপোভা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করায় কিছুটা গ্লামারহীন হয়ে পরে ইউএস ওপেন। আর সপ্তম বাছাই সার্বিয়ান সুন্দরী আনা ইভানোভিচের বিদায়ে প্রায় বর্ণহীন হয়ে গেল এই টুর্নামেন্ট। ৩–৬, ৬–৩ ও ৩–৬ গেমে স্লোভাকিয়ার ডমিনিকা সিবুলকোভার কাছে হেরে বিদায় নেন এই গ্লামার গার্ল।
আরটি/আরএস/এমএস