ইংল্যান্ডের নাটকীয় জয়


প্রকাশিত: ০৩:৩২ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

অধিনায়ক ওয়েন মরগান ও মইন আলীর ঝড়ো ব্যাটিংয়ে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে নাটকীয় জয় পেয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রায় জয় পেয়ে যাচ্ছিলো সফরকারীরা। কিন্তু শেষ ওভারে বেন স্টোকসের দুর্দান্ত বোলিংয়ে ৫ রানের জয় পায় স্বাগতিকরা।

সোমবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসনের দ্রুত বিদায়ে চাপে পরে যায় অস্ট্রেলিয়া। তবে তৃতীয় উইকেট জুটিতে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে অধিনায়ক স্মিথ সে চাপ সামলে নেন। তাদের করা ১১২ রানের জুটিতে এক সময় মনে হয়েছিল সহজ জয় পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

কিন্তু ম্যাক্সওয়েলের বিদায়ের পর ইংল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। তবে এই দিন অধিনায়ক স্মিথ ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন। ঝড়ো গতিতে ৯০ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি। ৫৩ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় তিনি এই রান করেন।

শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার ১২ রান প্রয়োজন ছিল। স্টোকসের করা ওভারে ম্যাথু ওয়েড ও প্যাট কামিন্স রান আউট এবং নাথান কোল্টার-নাইল ক্যাচ দিয়ে আউট হয়ে ১৭৭ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ইংল্যান্ডের ডেভিড উইলি ৩৪ রানে নেন দুই উইকেট।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮২ রান করে ইংল্যান্ড। দুই ওপেনার জেসন রয় ও আলেক্স হেলসের দ্রুত বিদায়ে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডেরও। অধিনায়ক মরগানের সঙ্গে মইন আলীর তৃতীয় উইকেট জুটিতে তোলা ১৩৫ রান বড় সংগ্রহের পথ দেখায় স্বাগতিকদের। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন মরগান। ৩৯ বলের ৭টি ছক্কা ও ৩টি চারে তিনি এই রান করেন। আর অপর প্রান্তে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন মইন আলী। ৪৬ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এই অলরাউন্ডার।  অস্ট্রেলিয়ান কোল্টার-নাইল ২৫ রানে নেন দুই উইকেট।

আরটি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।