ছয় মাসের মধ্যেই পদ্মা সেতুর কাজ শুরু : একাব্বর হোসেন


প্রকাশিত: ১২:২১ পিএম, ১৬ অক্টোবর ২০১৪

আগামী ছয় মাসের মধ্যেই পদ্মা সেতুর মূল কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি। বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর জেলার নাওডোবায় পদ্মা সেতুর ল্যান্ডিং পয়েন্ট এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকার ইতোমধ্যেই সেতুর আনুসাঙ্গিক অন্যান্য কাজ শেষ পর্যায়ে এনেছে। দেশি বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষের স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ বাস্তবে রুপ দিতে যাচ্ছে।

এ সময় এ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম আউয়াল, লালমনিরহাট-২ আসনের রেজওয়ান আহমেদ তৌফিক, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের নুরুজ্জামান আহমেদ, পঞ্চগড়-১ আসনের ফয়জুর রহমান, যশোর-২ আসনের নাজমুল হক প্রধান ও মহিলা আসন-১৪ এর সংসদ সদস্য মিসেস লুৎফুন্নেছা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।