সিঙ্গাপুরে যৌথ দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলন দেখলেন সেনাপ্রধান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ এএম, ০৫ এপ্রিল ২০১৯

সিঙ্গাপুরে চলমান যৌথ দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলনের চূড়ান্ত দিনের কার্যক্রম গতকাল বৃহস্পতিবার পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

গত ১ এপ্রিল থেকে চার দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত অনুশীলন কোরেস-২০১৯ শুরু হয়। এতে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের যৌথ সমন্বয়ে সিঙ্গাপুরের রিজিওনাল হিউমেনিটিরিয়ান অ্যাসিসটেন্স অ্যান্ড ডিজাস্টার পেসপন কোঅর্ডিনেশন সেন্টারের (আরএইচসিসি) সঙ্গে ২৫টি দেশ ও ১৫টি আন্তর্জাতিক এনজিও’র অংশগ্রহণ করে।

বাংলাদেশের সেনা, নৌ, বিমানবাহিনীসহ বেসামরিক কয়েকটি প্রতিষ্ঠানের ৪১ জন সদস্য এ যৌথ দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলনে অংশগ্রহণ করে। এ ছাড়া দেশের বাইরে এবারই প্রথম বাংলাদেশ এ ধরনের দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলনে সহযোগী আয়োজকের ভূমিকা পালন করেছে।

genaral-aziz-ahmed-2-

সেনাবাহিনী প্রধান একই দিনে সিঙ্গাপুরের চিফ অব ডিফেন্স ফোর্সেস লেফটেন্যান্ট জেনারেল মেলভিন অংয়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সফরকালে সেনাবাহিনী প্রধান সিঙ্গাপুরের স্বনামধন্য এসটি কিনেটিকস ডিফেন্স ফ্যাক্টরিসহ বেশকিছু সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

সাতদিনের সরকারি সফরে গত ৩ এপ্রিল সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। আগামী ৭ এপ্রিল সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেবেন সেনাবাহিনী প্রধান এবং সফর শেষে ৯ এপ্রিল দেশে ফিরবেন।

সূত্র : আইএসপিআর

জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।