১ লাখেরও বেশি হজ গমনেচ্ছুর নিবন্ধন সম্পন্ন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ০৪ এপ্রিল ২০১৯

চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার হজযাত্রীর কোটা রয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছু এক লাখেরও বেশি হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।

জানা গেছে, সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হয়েছেন ৬ হাজার ২৭৬ জন। তাদের মধ্যে প্যাকেজ ‘এ’-তে নিবন্ধিত হয়েছেন ২ হাজার ২১৫ ও প্যাকেজ ‘বি’-তে নিবন্ধিত হয়েছেন ৪ হাজার ৬১।

সরকারি ব্যবস্থাপনায় এখনও ৫৪০ জন নিবন্ধনের জন্য বাকি। এছাড়া নিবন্ধনের জন্য অপেক্ষমাণ ৭৯ জন। পাসপোর্ট ভেরিফিকেশন হয়েছে ৬ হাজার ৫৭৭ জনের।

অপরদিকে বেসরকারিভাবে নিবন্ধিত হয়েছেন ৯৫ হাজার ৪৪ জন। নিবন্ধনের জন্য অবশিষ্ট ২১ হাজার ৭০২ জন। নিবন্ধনের জন্য পেন্ডিং রয়েছে ৪ হাজার ২৫৯। পাসপোর্ট ভেরিফিকেশন হয়েছে ১ লাখ ৯ হাজার ৮৯৭ জনের।

এমইউ/আরএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।