সংসদে উদযাপন হবে বাংলা নববর্ষ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ০৪ এপ্রিল ২০১৯

সংসদের সচিব হোস্টেল এলাকায় বরাদ্দপ্রাপ্ত সব কর্মকর্তার পরিবার নিয়ে বাংলা নতুন বছর বরণ করতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৪ এপ্রিল ‘নতুন বছরের নতুন দিনে’ শিরোনামে ১লা বৈশাখে আনন্দঘন পরিবেশে প্রতিবারের মতো এবারও বাংলা নববর্ষ উদযাপন করার উদ্যোগ নেয়া হয়েছে।

সকাল ৭টা থেকে সচিব হোস্টেলের মাঠে এটি অনুষ্ঠিত হবে। চলবে দিনভর। এজন্য প্রতি চার জন সদস্যের পরিবার প্রতি দুই হাজার টাকা চাঁদা দিতে হবে। অতিরিক্ত সদস্যের জন্য জনপ্রতি পাঁচ শত করে টাকা দিতে হবে।

সংসদের কর্মকর্তারা জানান, নববর্ষ বরণে থাকবে নানা ধরনের বাঙালি খাবার। ছোট ও বড়দের জন্য খেলার ব্যবস্থা ছাড়াও থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আর থাকবে র‌্যাফেল ড্র। এজন্য সংসদের উপ-সচিব মো. নাজমুল হককে আহ্বায়ক বাংলা নববর্ষ উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

এইচএস/এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।