শাহ আমানতে কাঁঠাল-আনারসের কার্টনে বিদেশি মুদ্রা!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:১৩ এএম, ০৪ এপ্রিল ২০১৯

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ দুবাইগামী এক বিমানযাত্রী আটক হয়েছেন।

চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার মো. নূর উদ্দিন মিলন জানান, বুধবার বিকেলে আবদুস শুক্কুর (৩৬) নামের দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই যাত্রীকে আটক করা হয়।

তিনি বলেন, বিমানযাত্রী শুক্কুর একটি কাঁঠাল ও দুইটি আনারসের কার্টনে করে বিদেশি মুদ্রা বহন করেছেন। উদ্ধার করা বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে ১৯ হাজার ৯৭৮ দিরহাম, ১২ হাজার ৩৭০ রিয়াল, তিন হাজার ৩৭৫ দিনার এবং ১৩ হাজার ৬৮৫ মার্কিন ডলার।

আবু আজাদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।