কাজী জাফরের কুলখানি বুধবার


প্রকাশিত: ০২:১৯ পিএম, ৩১ আগস্ট ২০১৫

জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের কুলখানি বুধবার (০২ সেপ্টেম্বর) ঢাকা ও কুমিল্লার চৌদ্দগ্রামে অনুষ্ঠিত হবে।

বুধবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে এবং শুক্রবার দিনব্যাপি চৌদ্দগ্রামের চিওড়া কাজী বাড়িতে খতমে কোরআন, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এর আগে ঢাকায় আগামী মঙ্গলবার গুলশান আজাদ মসজিদে কুলখানি হওয়ার কথা থাকলেও পরে সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় প্রয়াত কাজী জাফর আহমদের একান্ত সহকারী গোলাম মোস্তফা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দুইটি অনুষ্ঠানে মরহুমের রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ৭টায় কাজী জাফর গুলশানের বাসায় হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তির পর সকাল সাড়ে ৭টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামাল উদ্দিন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।