রাজধানীতে চলন্ত গাড়িতে হঠাৎ আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ০৩ এপ্রিল ২০১৯

রাজধানীর নিকুঞ্জ এলাকায় চলন্ত অবস্থায় একটি প্রাইভেটকারে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জাগো নিউজকে বলেন, দুপুরে বারিধারা থেকে উত্তরা যাওয়ার সময় ঢাকা মেট্রো-গ-২৫-১৫৩৮ সিরিয়ালের গাড়িটির সামনে হঠাৎ আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কুর্মিটোলা অফিস থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ইঞ্জিনে ওভারহিটের কারণে গাড়িটিতে আগুন ধরে। আগুন লাগার পরপরই গাড়ি থেকে যাত্রীরা নেমে যান। কেউ হতাহত হয়নি।

এআর/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।