ঢাকা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার গ্রেফতার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০২ এপ্রিল ২০১৯

৭ কোটি ৮ লাখ ২৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ব্যাংক লিমিটেডের ফেনী শাখার প্রিন্সিপাল অফিসার ও ঋণ কর্মকর্তা গোলাম সৈয়দ রাসেলকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, গোলাম সৈয়দ রাসেল ঢাকা ব্যাংকের ফেনী শাখায় ৩৮ জন গ্রাহকের হিসাব থেকে (জুন ২০১৮ সাল থেকে মার্চ ২০১৯ পর্যন্ত) প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির হিসাবে ওই টাকা স্থানান্তর করেন। পরে পরস্পর যোগসাজশে উত্তোলনপূর্বক ওই টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় ব্যাংকটির ফেনী শাখার ব্যবস্থাপক মো. আক্তার হোসেন বাদী হয়ে গত ১৯ মার্চ ফেনী মডেল থানায় একটি মামলা করেন।

আজ গোপনসূত্রে সংবাদ পেয়ে দুদক কর্মকর্তারা অভিযান চালিয়ে আসামিকে কাকরাইল থেকে গ্রেফতার করেন।

এমইউ/জেএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।