অব্যবহৃত ৭০ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের দেয়ার প্রস্তাব বিশ্বব্যাংকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০২ পিএম, ০২ এপ্রিল ২০১৯

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের অব্যবহৃত প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল কক্সবাজারের টেকনাফ ও চকোরিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্থানান্তরের প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (২ এপ্রিল) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল এ প্রস্তাব দেয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নগর উন্নয়ন ম্যানেজার ক্যাটালিনা মেরুল্যান্ডা।

সাক্ষাৎকালে বাংলাদেশে বিশ্বব্যাংকের বিভিন্ন চলমান প্রকল্প নিয়ে তারা কথা বলেন। বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতির ব্যাপারে মন্ত্রীকে অবহিত করেন। তারা মন্ত্রীর কাছে বিভিন্ন প্রকল্পের অব্যবহৃত প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল কক্সবাজার, টেকনাফ ও চকোরিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্থানান্তরের প্রস্তাব করেন।

মন্ত্রী প্রতিনিধি দলের বক্তব্য ও প্রস্তাবসমূহ শোনেন এবং যথোপযুক্ত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। বাংলাদেশে বিশ্বব্যাংকের অংশীদারত্ব চলমান থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এ সময় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমইউএইচ/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।