অনারারি সাব লেফটেন্যান্ট হলেন নৌবাহিনীর ১০ কর্মকর্তা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার বাংলাদেশ নৌবাহিনীরত ১০ মাস্টার চিফ পেটি অফিসারকে (এমসিপিও) অনারারি সাব লেফটেন্যান্ট পদে পদোন্নতিসহ কমিশন দিয়েছে।
তাদের নিজ নিজ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এই পদোন্নতি দেয়া হয়েছে বলে গত ৩১ মার্চ প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেটে বলা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন- এমসিপিও (কম) মোহাম্মদ নজরুল আমিন, এমসিপিও (এক্স) (কিউআরপি-১) মো. মিজানুর রহমান, এমসিপিও (আর) মোহাম্মদ ছরওয়ার জাহান, এমসিপিও (ই) মোহাম্মদ সোলায়মান আলী খান, এমসিপিও (এক্স) (জিআই) মোহাম্মদ আবদুস সেলিম খান, এমসিপিও (এক্স) (পিআরআই) আলমগীর মোহাম্মদ মিজানুর রহমান, এমসিপিও (এক্স) (জিএ-১) মোহাম্মদ জহুরুল ইসলাম, এমসিপিও (এস) মোহাম্মদ আবদুল কাইয়ুম মিঞা, এমসিপিও (মেড) (আইসিএ) দীপক কুমার বিশ্বাস এবং এমসিপিও (ক্যাট) মোহাম্মদ সিরাজুল ইসলাম।
গেজেটে বলা হয়, গত ২৬ মার্চ থেকে তাদের পদোন্নতি কার্যকর হয়েছে।
এমইউএইচ/এমএমজেড/এমকেএইচ