ডিএমপির ৪ থানার ওসিকে বদলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০১ এপ্রিল ২০১৯

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান, ভাটারা, রামপুরা ও সবুজবাগ থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে।

সোমবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বদলিকৃত কর্মকর্তারা হলেন, ভাটারা থানার ওসি পুলিশ পরিদর্শক এস. এম. কামরুজ্জামানকে গুলশান থানায়, গুলশান থানার ওসি মো. আবু বকর সিদ্দিককে ভাটারা থানায়, সবুজবাগ থানার ওসি আব্দুল কুদ্দুছ ফকিরকে রামপুরা থানায়, রামপুরা থানার ওসি এনামুল হককে গোয়েন্দা পশ্চিম বিভাগ ও গোয়েন্দা উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক সোহরাব হোসেনকে সবুজবাগ থানায় বদলি করা হয়েছে।

জেইউ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।