অটিজম দিবস : তিনদিন জ্বলবে নীল বাতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২২ পিএম, ০১ এপ্রিল ২০১৯

বিশ্ব অটিজম দিবস উপলক্ষে ২ থেকে ৪ এপ্রিল বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নীল বাতি প্রজ্বলিত করবে সরকার।

মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বাতি প্রজ্বলন কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর থেকেই তিনদিনের এ কর্মসূচি কার্যকর হবে।

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে সোমবার (১ এপ্রিল) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

মন্ত্রী বলেন, ‘অটিজম কোনো রোগ নয়। এটি শিশুদের মস্তিষ্কের বিকাশজনিত একটি সমস্যা, যা শিশুর সামাজিক সম্পর্ক স্থাপনে বাধা সৃষ্টি করে। আগামীকাল ২ এপ্রিল ১২তম বিশ্ব অটিজম দিবস পালিত হবে। এ দিবসটি উপলক্ষে আগামী তিনদিন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নীল বাতি প্রজ্বলন করা হবে।’

দেশে প্রতিবন্ধী জনগোষ্ঠীর সংখ্যা কত জানতে চাইলে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বর্তমানে ১৬ লাখ ৪৪ হাজার ৬০৮ জন প্রতিবন্ধী রয়েছে। এর মধ্যে অটিজম শিশুর সংখ্যা ৪৭ হাজার ৪১৭। বর্তমানে সরকার প্রায় ১০ লাখ প্রতিবন্ধীকে ভাতা দিচ্ছে। সব প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনতে কাজ করছে সরকার।’

তিনি বলেন, ‘২০০৫-০৬ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ছিল মাত্র ৩৭৩ কোটি টাকা। চলতি (২০১৮-১৯) অর্থবছর এ খাতে বরাদ্দ প্রায় ৯৫ ভাগ বাড়িয়ে ৬৪ হাজার ৬৫৬ কোটি টাকা করা হয়। আগামী অর্থবছর এ খাতে বরাদ্দ আরও বাড়ানো হবে।’

মন্ত্রী আরও বলেন, অটিজম সম্পন্ন ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তিদের ক্রীড়া শিক্ষার জন্য জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের জন্য সাভার থানাধীন বারইগ্রাম ও দক্ষিণ রামচন্দ্রপুর মৌজার ১২ একর খাসজমিতে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্প অনুমোদনের কার্যক্রম চলমান।’

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রতিষ্ঠান ও প্রতিবন্ধিতা) সুশান্ত কুমার প্রামাণিক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এমইাউএইচ/এনডিএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।