গ্রেড-১ পেলেন তিন মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩১ পিএম, ৩১ মার্চ ২০১৯

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালককে গ্রেড-১ এ পদোন্নতি দিয়েছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওই তিন মহাপরিচালককে সর্বোচ্চ গ্রেড দিয়ে আদেশ জারি করা হয়েছে।

গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে তাদের আগের স্থানেই পদায়ন করা হয়েছে।

বিএসটিআই মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ গ্রেড-১ এ পদোন্নতি পেয়েছেন।

আরএমএম/এমএআর/এমবিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।