মেয়াদোত্তীর্ণ ওষুধ : মুগদায় চার ফার্মেসির জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ৩০ মার্চ ২০১৯

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় রাজধানীর মুগদায় চার ফার্মেসির জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

প্রতিষ্ঠানগুলো হলো- ভিআইপি ফার্মেসি, এনবি ফার্মা, সানজিদা ফার্মেসি এবং সুরাইয়া হাসপাতাল ফার্মেসি।

শনিবার (৩০ মার্চ) অভিযান চালিয়ে চার ফার্মেসির মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

fine

এরমধ্যে ভিআইপি ফার্মেসির ২০, এনবি ফার্মার ২০, সানজিদা ফার্মেসির ২০ এবং সুরাইয়া হাসপাতাল ফার্মেসির ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল। সার্বিক সহযোগিতা করেন মুগদা থানার পুলিশ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধিদফতরের কর্মকর্তারা।

এসআই/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।