তিন এমপিকে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ৩০ মার্চ ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় আরও তিন সংসদ সদস্যকে (এমপি) দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চতুর্থ ধাপে আগামীকাল রোববার ১০৭ উপজেলায় অনুষ্ঠেয় নির্বাচনকে কেন্দ্র করে ইসি এ সিদ্ধান্ত নিয়েছে।

তিন এমপি হলেন- ময়মনসিংহ-৯ আসনের আনোয়ারুল আবেদীন খান, যশোর-৪ আসনের রনজিত কুমার রায় ও নেয়াখালী-৪ আসনের মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।

শনিবার ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠি সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে ওই তিন এমপির কাছে পাঠােনো হয়েছে।

এর আগে উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় আরও ২০ এমপিকে একই নির্দেশনা দিয়েছিল ইসি। এছাড়াও এমপিরা যাতে আচরণবিধি ভঙ্গ না করেন, সে ব্যবস্থা নিতে স্পিকারকেও চিঠি দেয় সংস্থাটি। তারপরও অনেকে এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।

ইসি কর্মকর্তারা জানান, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্থানীয় নির্বাচনে এলাকায় অবস্থান, প্রচারে অংশ নেয়া ও সরকারি সুবিধা নিয়ে প্রচারে অংশ নেয়া আচরণবিধির লঙ্ঘন।

এইচএস/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।