আগুন দেখেই ৯৯৯-এ ফোন দেন কিরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ এএম, ২৯ মার্চ ২০১৯

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে লাগা আগুনে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন বহু। আজ সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত শ্রীলঙ্কান নিরস ডি কে রাজ বাদে বাকিদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল দুপুর ১টার কিছু আগে যখন আগুন লাগে তখন এফআর টাওয়ারের বিপরীত পাশের এসএমসি ভবনে ডেস্কে বসে কাজ করছিলেন মাহমুদুল হক কিরণ নামে একজন।

বিজ্ঞাপন

এফআর টাওয়ারে আগুন লেগেছে, বিষয়টি বুঝতে পারা মাত্রই ৯৯৯-এ ফোন দেন তিনি।

সেখান থেকে ভবনের ঠিকানা জানতে চাওয়া হয়। এর ৩০ মিনিট পর ফায়ার সার্ভিস এসে পৌঁছায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

কিরণ বলেন, অনেকে ঝুলে নিচে নামার চেষ্টা করেন। নিচে নামার সময় হাত ফসকে পড়ে যান কয়েকজন।

এনএফ/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।