সাত সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৮ পিএম, ২৭ মার্চ ২০১৯

পঞ্চম উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনকে কেন্দ্র করে সাতজন সংসদ সদস্যকে (এমপি) নির্বাচনী এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৭ মার্চ) রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ইসির উপসচিব ফরহাদ আহাম্মদ খান।

বিজ্ঞাপন

ইসি সূত্র জানায়, বৃহস্পতিবারের (২৮ মার্চ) মধ্যে তাদেরকে নির্বাচনী এলাকা ছাড়তে হবে।

এলাকা ছাড়ার নির্দেশ পাওয়া এমপিরা হলেন টাঙ্গাইল-৪ আসনের মোহাম্মদ হাছান ইমাম খাঁন, টাঙ্গাইল-৫ এর মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৮ এর মো. জোয়াহেরুল ইসলাম, বাগেরহাট-৪ এর মো. মোজাম্মেল হোসেন, খুলনার-৬ এর মো. আক্তারুজ্জামান, ময়মনসিংহ-১১ এর কাজিম উদ্দিন আহম্মেদ এবং যশোর-২ আসনের মো. নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ২০ ফেব্রুয়ারি ইসি সচিব হেলালুদ্দীন আহমদ চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ৩১ মার্চ চতুর্থ ধাপে ১৬ জেলার ১২২ উপজেলায় ভোট হবে।

পিডি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।