সাত সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৮ পিএম, ২৭ মার্চ ২০১৯

পঞ্চম উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনকে কেন্দ্র করে সাতজন সংসদ সদস্যকে (এমপি) নির্বাচনী এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৭ মার্চ) রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ইসির উপসচিব ফরহাদ আহাম্মদ খান।

ইসি সূত্র জানায়, বৃহস্পতিবারের (২৮ মার্চ) মধ্যে তাদেরকে নির্বাচনী এলাকা ছাড়তে হবে।

এলাকা ছাড়ার নির্দেশ পাওয়া এমপিরা হলেন টাঙ্গাইল-৪ আসনের মোহাম্মদ হাছান ইমাম খাঁন, টাঙ্গাইল-৫ এর মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৮ এর মো. জোয়াহেরুল ইসলাম, বাগেরহাট-৪ এর মো. মোজাম্মেল হোসেন, খুলনার-৬ এর মো. আক্তারুজ্জামান, ময়মনসিংহ-১১ এর কাজিম উদ্দিন আহম্মেদ এবং যশোর-২ আসনের মো. নাসির উদ্দিন।

গত ২০ ফেব্রুয়ারি ইসি সচিব হেলালুদ্দীন আহমদ চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ৩১ মার্চ চতুর্থ ধাপে ১৬ জেলার ১২২ উপজেলায় ভোট হবে।

পিডি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।