কর্ণফুলী দূষণ : ফুলকলি ও বে ফিশিংকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ২৭ মার্চ ২০১৯
ফাইল ছবি

কর্ণফুলী নদী দূষণের অভিযোগে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বর্জ্য শোধনাগার (ইটিপি) অকার্যকর রেখে অপরিশোধিত তরল বর্জ্য নদীতে ফেলে দূষণের দায়ে বুধবার এ জরিমানা করা হয়।

এর আগে পটিয়া উপজেলার জঙ্গলখাইন এলাকায় ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরি পরিদর্শন করে পরিবেশ দূষণের প্রমাণ পায় পরিবেশ অধিদফতর।

এছাড়া বে ফিশিং কর্পোরেশন লিমিটেড নামের একটি ভোজ্যতেল পরিশোধন কারখানাকে চার লাখ ৮০ হাজার টাকা জরিমানা করে অধিদফতর।

কর্ণফুলী নদী দূষণের দায়ে বুধবার অধিদফতরে শুনানি শেষে এ জরিমানা ধার্য করা হয়।

গত ১২ মার্চ নগরীর বিমানবন্দর সড়কে বে ফিশিং কর্পোরেশন লিমিটেড নামের কারখানাটি পরিদর্শন করেন অধিদফতরের কর্মকর্তারা।

জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন।

আবু আজাদ/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।