ময়মনসিংহ সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০১ পিএম, ২৭ মার্চ ২০১৯

নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে একজন রিটার্নিং কর্মকর্তা এবং ১১ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামানকে এই সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ১১ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার মধ্যে একজন জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা। তিনি হলেন- দেওয়ান মো. সারওয়ার জাহান। বাকি ১০ জন আশপাশের ১০ জেলার জেলা নির্বাচন কর্মকর্তা।

এরা হলেন- জামালপুর জেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান, নেত্রকোনার আব্দুল্লাহ আল মোতাহসিম, কিশোরগঞ্জের মো. তাজুল ইসলাম, শেরপুরের মো. শুকুর মাহমুদ মিঞা, টাঙ্গাইলের এ এইচ এম কামরুল হাসান, নরসিংদীর মো. মেছবাহ উদ্দিন, গাজীপুরের মো. তারিফুজ্জামান, মানিকগঞ্জের কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ, নারায়ণগঞ্জের মো. আতউর রহমান এবং মৌলভীবাজারের মো. মুঞ্জুরুল আলম।

ইসির প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ সিটি নির্বাচনে ভোট ৫ মে। আগামী ৮ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৭ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

পিডি/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।