৫০ হাজার টন গম কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ২৭ মার্চ ২০১৯

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ১১৪ কোটি টাকায় ৫০ হাজার টন গম কিনবে সরকার। গম কেনা সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ অনুমোদনের কথা জানান।

তিনি বলেন, আমরা বছরে পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টনের মতো গম কিনি। এটা হলেই হয়ে যায়। বাকিটা আমাদের দেশে উৎপাদিত হয়, এর বেশি আমাদের লাগে না। আমরা এরই মধ্যে সাড়ে তিন লাখ টন গম কিনে ফেলেছি।

মুস্তফা কামাল বলেন, আজ ৫০ হাজার টন গম কেনার প্রস্তাব এসেছে। প্রতি টন গমের দাম পড়বে ২৬৮ ডলার। আগের চেয়ে চার ডলার কম মূল্যে তা পাওয়া যাচ্ছে। ৫০ হাজার টন গম কিনতে আমাদের ১১৪ কোটি টাকা খরচ হবে।

সিঙ্গাপুরের এগ্রোক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এ গম সরবরাহের দায়িত্ব পেয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

আরএমএম/এমএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।