ক্রাইস্টচার্চে নিহত ২ বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০৪ এএম, ২৭ মার্চ ২০১৯
ফাইল ছবি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে গত ১৫ মার্চ উগ্র খ্রিস্টান বন্দুকধারীর হামলায় নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে দুই জনের লাশ দেশে পৌঁছেছে। গতকাল (২৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ পৌঁছায়।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত জাকারিয়া ভূঁইয়া এবং ওমর ফারুকের মরদেহ নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে রওনা হন স্বজনরা।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

মৃতদেহ শনাক্তকরণ ও ভিসা জটিলতাসহ বিভিন্ন কারণে ঘটনার ১১ দিন পর তাদের মরদেহ দেশে পৌঁছালো।

এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।