বঙ্গভবনে প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৬ মার্চ ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে গেছেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে যান তিনি।

বঙ্গভবন সূত্র জানায়, প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান। এসময় দুজন কুশল বিনিময় করেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার স্মৃতিসৌধে ও ধানমন্ডিস্থ ৩২ নম্বরে প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে দুই ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন।

এফএইচএস/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।