কুড়িল ফ্লাইওভার থেকে যাত্রীবাহী বাস খাদে


প্রকাশিত: ০৫:০১ এএম, ৩১ আগস্ট ২০১৫

রাজধানীর খিলক্ষেত এলাকায় কুড়িল ফ্লাইওভার থেকে তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। সোমবার সকাল ১০টা ১৪ মিনিটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম। ট্রাফিক পুলিশ (উত্তর) এডিসি হোমায়রা পারভিন তাৎক্ষণিকভাবে জাগো নিউজকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।



খিলক্ষেত থানা ওসি শহিদুল হক জাগো নিউজকে জানান, আহতদের মধ্যে তিনজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরো জানান, নিয়ম অমান্য করে বিপরীত দিক দিয়ে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী বাসটি ফ্লাইওভার থেকে নামার সময় পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে।

এআর/জেইউ/আরএস/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।