ছবি আঁকায় মেতেছে পথশিশুরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০০ পিএম, ২৬ মার্চ ২০১৯

ধুলো মলিন চেহারা তাদের। রং পেনসিল ও কাগজ নিয়ে ঘাসের উপর বসে গেছে ছবি আঁকতে। কেউ আঁকছে লাল-সবুজ জাতীয় পতাকা, কেউ স্মৃতিসৌধ, কেউবা আঁকছে শহীদ মিনার।

এর মধ্যেই হঠাৎ কারো মাথা বিগড়ে যায়; পেনসিল, কাগজ রেখে দে ছুট। আবার ধরে এনে তাকে বসিয়ে দেয়া হয়। তরুণ শিক্ষার্থীরা তাদের যত্ন করে বুঝিয়ে দিচ্ছেন।

RANA-MASUD

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার (২৬ মার্চ) স্বাধীনতা জাদুঘরের সামনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পথশিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এ চিত্র দেখা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ‘পলিটিক্যাল সায়েন্স ক্লাব’ এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

RANA-MASUD

পথশিশু শফিকুল ইসলাম জাতীয় স্মৃতিসৌধ ও জাতীয় পতাকা এঁকেছে। ফয়সাল এঁকেছে শহীদ মিনার ও পতাকা। স্মৃতিসৌধ, পতাকার সঙ্গে সূর্য ও শহীদ মিনারও এঁকেছে মো. সুজন। বিন্দু এঁকেছে স্মৃতিসৌধ ও পতাকা।

RANA-MASUD

পলিটিক্যাল সায়েন্স ক্লাবের আহ্বায়ক ও সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান অর্ণব জাগো নিউজকে বলেন, ‘স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ থেকে ২০ জন পথশিশুকে নিয়ে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা সম্পর্কে পথশিশুদের ধারণা দেয়া এবং শিক্ষা সম্পর্কে তাদের আগ্রহী করে তোলা। ক্লাবের সদস্যরা শিশুদের স্বাধীনতা সম্পর্কে ধারণা দিয়েছে এবং এ বিষয়ে শিশুদের ছবি আঁকতে উৎসাহিত করেছে। আমরা দেখেছি তারা জাতীয় পতাকা, স্মৃতিসৌধসহ ভিন্ন বিষয়ে ছবি এঁকেছে। অনেকে চমৎকার ছবি এঁকেছে। সুযোগ গেলে পথশিশুরাও নিজেদের মেলে ধরতে সক্ষম।’

RANA-MASUD

অর্ণব আরও জানান, ক্লাবের সদস্য সংখ্যা পাঁচ শতাধিক। ক্লাবের সদস্যদের চাঁদায় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

RANA-MASUD

প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের খাবার ও শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।

এ সময় ক্লাবের সদস্য ইডেন কলেজ, তিতুমীর কলেজ, ঢাকা কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরএমএম/এনডিএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।