হুমকি নেই, তবে সতর্ক থাকতে বলছে মার্কিন দূতাবাস

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২৪ মার্চ ২০১৯

রাজধানীর গুলশান ও কূটনৈতিক পাড়াসহ বিশেষ এলাকা ও স্থাপনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরাপত্তা জোরদারের পর বাংলাদেশে অবস্থান ও বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

ডিএমপির নিরাপত্তা জোরদারের ঘোষণার পর মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে দেশটির নাগরিকদের জন্য ওই নিরাপত্তা সতর্কতা জারি করে। যেখানে বলা হয়, ‘মার্কিন দূতাবাস ঢাকায় নিরাপত্তা জোরদারের বিষয়ে প্রতিবেদন পেয়েছে। তবে আমরা নির্দিষ্ট কোনো হুমকি সম্পর্কে জানতে পারেনি।’

দূতাবাসের ওই নিরাপত্তা সতর্কতায় মার্কিন নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, ‘আপনাদেরকে নিজেদের চারপাশ সম্পর্কে সচেতন থাকতে হবে। যেসব স্থানে জনসমাগম বেশি কিংবা বিক্ষোভ হচ্ছে সেসব স্থানে অবস্থান করা থেকে বিরত থাকবেন।’

দূতাবাসের ওই নিরাপত্তা সতর্কতা জারির নোটিশে আরও বলা হয়, ‘আপনারা মার্কিন পাসপোর্ট ও বাংলাদেশি ভিসাসহ বৈধ পরিচয়পত্র সবসময় সঙ্গে রাখবেন। তাছাড়া সর্বশেষ অবস্থা জানতে স্থানীয় গণমাধ্যমে চোখ রাখুন।’

প্রসঙ্গত, রোববার (২৪ মার্চ) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান পহেলা বৈশাখ ও ২৬ মার্চসহ প্রত্যেকটি জাতীয় দিবসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানান।

ঘোষণা অনুযায়ী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর কূটনৈতিক এলাকাসহ শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশানে যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ দেশের কূটনৈতিকরা বসবাস করেন।

এসএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।