কাস্টমস গোয়েন্দাদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা


প্রকাশিত: ০৫:১৬ পিএম, ৩০ আগস্ট ২০১৫

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের কার্যক্রমে সক্ষমতা বৃদ্ধির জন্য দুই দিনব্যাপি এক কর্মশালা শুরু হয়েছে। রোববার কর্মশালার উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।

কর্মশালার বিভিন্ন কাস্টম হাউস, বন্ড কমিশনারেট এবং কাস্টমস গোয়েন্দার ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এসময় অংশগ্রহণ করা কর্মকর্তাদের উদ্দেশে এনবিআর চেয়ারম্যান বলেন, জাতীয় রাজস্ব বোর্ড এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ নিজেদের কাজের মাধ্যমে ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। এই সুনাম আরো বৃদ্ধির আহ্বান জানাই।

এনবিআর চেয়ারম্যান ‘ভলান্টারি কম্লায়েন্স’র মাধ্যমে ব্যবসায়-বান্ধব পরিবেশ সৃষ্টির জন্যে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার প্রতি গুরুত্বারোপ করেন। ব্যক্তিগত উৎকর্ষের চেয়ে প্রাতিষ্ঠানিক উন্নতির দিকে নজর দিতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।