ভোটের আগেই জয় পেলেন ৫৬ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৭ পিএম, ২৪ মার্চ ২০১৯

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৫ জেলার ১১৭ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে আজ সকাল ৮টায়। এর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন ৫৬ প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ৩৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন।

চেয়ারম্যান পদে ভোট ছাড়াই জয়ী ৩৩ উপজেলা হলো- কুষ্টিয়া সদর, মেহেরপুর সদর ও মুজিবনগর, ঝিনাইদহের কালীগঞ্জ, বরিশাল সদর, বাকেরগঞ্জ, বানারীপাড়া, গৌরনদী, আগৈলঝাড়া, মুলাদী, হিজলা ও নলছিটি, ভোলার বোরহানউদ্দিন, মাদারীপুরের শিবচর ও কালকিনি, শরীয়তপুর সদর, জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও ডামুড্যা, রাজবাড়ীর গোয়ালন্দ, মানিকগঞ্জ সদর, শিবালয়, হরিরামপুর ও সাটুরিয়া, গাজীপুরের কালীগঞ্জ, নরসিংদীর পলাশ, কিশোরগঞ্জের মিঠামইন, চাঁদপুরের মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাজীগঞ্জ, চট্টগ্রামের আনোয়ারা এবং কক্সবাজারের উখিয়া।

ভোট ছাড়াই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া, মাদারীপুরের শিবচর, শরীয়তপুরের ভেদরগঞ্জ, গাজীপুরের কালীগঞ্জ, নরসিংদীর পলাশ ও মনোহরদী, চাঁদপুরের হাজীগঞ্জ এবং চট্টগ্রামের আনোয়ারা এই নয় উপজেলায়।

ভোট ছাড়াই নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়া ১৪ উপজেলা হচ্ছে-মেহেরপুর সদর, বরিশালের বাবুগঞ্জ, বানারীপাড়া, গৌরনদী ও আগৈলঝাড়া, মাদারীপুরের শিবচর, শরীয়তপুর সদর ও ভেদরগঞ্জ, নরসিংদীর পলাশ, চাঁদপুরের মতলব দক্ষিণ, লক্ষ্মীপুরের রামগঞ্জ, চট্টগ্রামের পটিয়া ও আনোয়ারা এবং কক্সবাজারের উখিয়া।

শনিবার নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানান, আজ (২৪ মার্চ) পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে। এদিন ১১৭ উপজেলায় চেয়ারম্যান পদে ৩৪০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৮৪ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পিডি/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।