আগুন ছোট আতঙ্ক বড়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৪৬ এএম, ২৩ মার্চ ২০১৯

রাজধানীর নিউমার্কেট ডি ব্লক সংলগ্ন ১৭ তলাবিশিষ্ট বিশ্বাস বিল্ডার্সের বহুতল ভবনটির আগুন নিভে গেছে।

ভবনের তৃতীয় তলায় কম্পিউটারের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

আগুন নিভে গেলেও বিশ্বাস বিল্ডার্সের প্রায় ২৫০টি ফ্ল্যাট বাসিন্দা ও নিচতলা থেকে চারতলা মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এখনও কাটেনি। এ ভবনটি ঘেঁষেই নিউমার্কেটের ডি ব্লক মুদি মার্কেট ও কাঁচাবাজার। ফলে ফ্ল্যাট বাসিন্দা, বিশ্বাস বিল্ডার্স মার্কেটের ব্যবসায়ীরা ছাড়াও আতঙ্কে পার্শ্ববর্তী মার্কেটের অসংখ্য ব্যবসায়ী ঘটনাস্থলে ছুটে আসেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, ভাগ্য ভালো আগুন নিভে গেছে। আগুন ফ্ল্যাটগুলোতে ছড়িয়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনা এমনকি বহু মানুষের প্রাণহানি ঘটতে পারতো। এ ভবনটিতে প্রবেশের একটি মাত্র গলিপথ। আগুন লাগলে বাসিন্দাদের জরুরি নির্গমনের পথ নেই। ফায়ার কর্মীরা গাড়ি নিয়ে প্রবেশ করা দুরুহ হয়ে পড়তো।

বিশ্বাস বিল্ডার্সের এজিএমের দাবি তাদের আগুন নেভানোর যন্ত্রপাতি ও জরুরি নির্গমনের বিকল্প পথ রয়েছে।

এর আগে শুক্রবার রাত ১০টা ৫০মিনিটে আগুনের সূত্রপাত ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস।

এমইউ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।