র‌্যাবের একটি মামলায় অব্যাহতি পেলেন লিমন


প্রকাশিত: ০৬:৪৪ এএম, ১৬ অক্টোবর ২০১৪

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে র‌্যাবের দায়ে করা একটি মামলা থেকে অব্যাহতি পেলেন র‌্যাবের গুলিতে এক পা হারানো ঝালকাঠির লিমন হোসেন। বৃহস্পতিবার ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম মো. আবু শামিম আজাদ ওই মামলা থেকে তাকে অব্যাহতির আদেশ দেন।

তিন বছর সাত মাস আগে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে লিমনের বিরুদ্ধে মামলাটি করে র‌্যাব। ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়ায় নিজ বাড়ির কাছের মাঠে গরু আনতে গিয়ে র‌্যাবের গুলিতে এক পা হারান দরিদ্র পরিবারের লিমন। এ ঘটনা তখন দেশব্যাপী মানবতাবোধসম্পন্ন মানুষকে নাড়া দেয়। মানুষের সহায়তায় চিকিৎসা হয় লিমনের।

লিমনকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাকেসহ আটজনের বিরুদ্ধে অস্ত্র আইনে ও সরকারি কাজে বাধাদানের অভিযোগ এনে দুটি মামলা করে র‌্যাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।