একাত্তরের পরাজিত শক্তিদের বিষদাঁত ভেঙে দিতে হবে


প্রকাশিত: ০১:১৪ পিএম, ৩০ আগস্ট ২০১৫

জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে জাতির জনকের নাম মুছে দিতে চেয়েছিলো। কিন্তু ঘাতকের স্বপ্ন সফল হয়নি। কিন্তু এ পরাজিত শক্তিরা আবারো মাথাচাড়া দিয়ে উঠছে। এ সকল শক্তিদের বিষদাঁত ভেঙে দিতে হবে।  

রোববার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

এ সময় জেলা যুবলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবীবের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান বক্তব্য রাখেন।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র নজরুল ইসলামের সঞ্চালনায় শোক সভায় অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফখরুল মজিদ খোকন, প্রকাশ দত্ত, নাসরিন রহমান, বেগম শামসুন্নাহার কামাল, আনোয়ারুল হাসান উৎপল, ছাত্রলীগ নেতা জুনায়েদ নুরানী মনি, নাজমুল আলম সম্রাট প্রমুখ বক্তব্য রাখেন।

শোক সভাটি শুরুর আগে শহরের বিভিন্ন এলাকা ও ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা শোকর‌্যালি সহকারে অনুষ্ঠানস্থলে হাজির হয়।  

হাকিম বাবুল/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।