হানিমুন করতে কক্সবাজারে মৌসুমী হামিদ


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ৩০ আগস্ট ২০১৫

সবেমাত্র বিয়ে সম্পন্ন করে হানিমুনে যান স্বামী-স্ত্রী। সেখানে গিয়ে একটার পর একটা সমস্যায় পড়তে থাকেন তারা দু’জন। তাদের মোটেলের বারান্দা থেকে দূরের বারান্দায় ভিন্নকিছু আবিষ্কার করেন তারা।

এরপরই বেরিয়ে আসে নতুন কিছু ঘটনা। এটা বাস্তবের কোনো গল্প নয়। ‘বৃত্তের পরিধি’ শিরোনামের গল্পে হানিমুনে যাওয়া স্বামী-স্ত্রী চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মৌসুমী হামিদ ও অভিনেতা তারভীরকে।

নাটকে বৃত্ত চরিত্রে তানভীর আর পরিধি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। শৌর্য দীপ্ত সূর্যের রচনা ও এমদাদ খানের পরিচালনায় সম্প্রতি কক্সবাজারে শুটিং করা হয় নাটকটির।

নাটকটি নিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকায় নাটকে অভিনয় কমিয়ে দিয়েছি। তাই একটু দেখেশুনেই নাটকে কাজ করছি। এ নাটকের গল্পটা খুব সুন্দর। আগ্রহ নিয়ে অভিনয় করেছি। নাটকটিতে তানভীরের সাথে আমার ক্যামেস্ট্রিটা খুব সুন্দর হয়েছে। আশা করছি ভালো লাগবে দর্শকদের।’

এদিকে তানভীর বলেন, ‘নাটকটিতে আমার চরিত্রটি খুব সুন্দর। গল্প বলার ধরণটাও ভিন্ন। আর মৌসুমী হামিদের সাথে অভিনয় করেও বেশ ভালো লেগেছে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি কোরবানি ঈদে একটি চ্যানেলে প্রচারের কথা রয়েছে।


এলএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।