জয় বাংলা স্লোগানকে ছাত্রলীগ অপমান করেছে (ভিডিও)


প্রকাশিত: ১২:৪২ পিএম, ৩০ আগস্ট ২০১৫

জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, জয় বাংলা স্লোগানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল। আমার কাছে খুব কষ্ট লেগেছে যখন ছাত্রলীগের ছেলেরা জয় বাংলা স্লোগান দিয়ে আন্দোলনকারী শিক্ষকদের উপর হামলা করেছে। এই স্লোগানের এতো বড় অপমান আমি আমার জীবনে দেখিনি।

রোববার শাবিতে উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনকারী শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

অধ্যাপক জাফর ইকবাল বলেন, শিক্ষকদের উপর হামলার সময় তিনি উপাচার্য ভবনের সামনে উপস্থিত ছিলেন। যে ঘটনা আমি নিজের চোখে দেখেছি সেটা দেখব তা আমি জীবনে ভাবিনি।

জাফর ইকবাল আরো বলেন, এখানে যে ছাত্ররা আমাদের শিক্ষকদের উপর হামলা করেছে তারা যদি আমার ছাত্র হয়ে থাকে তাইলে আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত। যে তুমি এ রকম একজন ছাত্র তৈরি করেছ। আমি তীব্র যন্ত্রণায় ভুগছি। যেটা আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের সঙ্গে এ রকম একটা ব্যবহার করতে পারে এবং সেটা আমাকে এখানে বসে থেকে দেখতে হচ্ছে।

তিনি আরো বলেন, উপাচার্য তাদের লাগিয়ে দিয়েছে এই শিক্ষকদের এখান থেকে সরানোর জন্য। যদি মনে করেন যে এভাবেই আন্দোলনকে থামানো যায়, তাইলে তিনি ভুল করছেন সম্ভব না। কারণ এখানে যে শিক্ষকরা আন্দোলন করছে তারা কোন পদের জন্য আন্দোলন করছেনা, তারা কোন পজিশনের জন্য আন্দোলন করছেনা। তারা আন্দোলন করছেন এই বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর জন্য। কারণ এই বিশ্ববিদ্যালয় তারা তৈরি করেছেন ওই উপাচার্য তৈরি করেননি।

কাজেই আমি আজ অত্যন্ত ক্ষুব্ধ যেখানে ছাত্ররা এভাবে শিক্ষকদের উপর হামলা করে এবং যেখানে একজন উপাচার্য তার প্ররোচনা দেন সেটা সহ্য করা সম্ভব না।

লাঞ্ছিত হওয়া জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক বলেন, তারা শিক্ষকদের হাত কেটে অাক্রমণ করে এবং ব্যানার কেড়ে নেয়। এরপরে ওরা আমাদের ধাক্কা দিয়ে সরানো চেষ্টা করে।

এদিকে, উপাচার্যের অপসারণ দাবিতে সোমবার আবারো নতুন কর্মসূচি দিয়েছে আন্দোলনে থাকা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। কর্মসূচির মধ্যে রয়েছে কালোব্যাজ ধারণ, সকাল ১০টায় র‌্যালি, অর্ধ দিবস কর্মবিরতি এবং দুপুর ১২টায় উপাচার্যের কার্যালয়ের সামনে সমাবেশ। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, হামলার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয় বলে ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে। দুপুর ২টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ।

তিনি বলেন, এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


আল মনসুর/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।