নারী দিবসের সম্মাননা পেলেন ১২ নারী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৪৩ এএম, ২২ মার্চ ২০১৯

দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১২ নারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেছে ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস।

বুধবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় আক্তার ইমাম ফাউন্ডেশন মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে ‘নারীর অগ্রযাত্রা বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে এ সম্মাননা ও সনদ প্রদান করা হয়।

সংগঠনের চেয়ারম্যান লুৎফুল আহসানের সভাপতিত্বে ১২ জন নারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য কবি কাজী রোজী।

women

অনুষ্ঠান উদ্বোধন করেন এনবিআরের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ফাতেমা ইসরাত রেখা প্রমুখ।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- মুরশিদা খানম, শাহিদা আক্তার, নিঘাত সীমা, বাসন্তি প্রভা পালিত, নাজমুন নাহার, ইশরাত জাহান রেখা, আয়শা ফ্লোরা, আতিকা ইমরান, জ্যোৎস্না জ্যোতি, মাহফুজা আরা চৌধুরী,‌ নাজমা সফিক ও ফিরোজা মাহতাব।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।