দুর্গম এলাকায় স্কুল শিক্ষকদের আবাসন সুবিধা দেয়ার সুপারিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২১ মার্চ ২০১৯
ফাইল ছবি

দেশের দুর্গম এলাকার স্কুল শিক্ষকদের আবাসন সুবিধা নিশ্চিত করতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ছাড়া প্রাক-প্রাথমিক নিয়োগ কার্যক্রম জোরদার করাসহ মাঠ পর্যায়ের সার্বিক কার্যক্রম মনিটরিং করার জন্যও সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সাংসদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, সাংসদ ইসমাত আরা সাদেক, মেহের আফরোজ, আলী আজম, শিরীন আখতার, মো. জোয়াহেরুল ইসলাম এবং ফেরদৌসী ইসলাম অংশ নেন।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষার মানোন্নয়নে শিশুদের সার্বিক অগ্রগতির জন্য সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত উদ্যোগের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়নের পরামর্শ দেয়া হয়। কমিটি শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতের পাশাপাশি পুষ্টিকর খাবার প্রদান, মেধাবিকাশে খেলাধুলায় উৎসাহিত করা ও দুর্গম এলাকার শিশুদের শিক্ষায় বিশেষ অগ্রাধিকার দেয়ার সুপারিশ করে।

বৈঠকে অটিজম শিশুদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেক উপজেলায় অটিজম আবাসিক বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়।

এইচএস/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।