ব্র্যান্ডশপ উন্মোচন করল গোল্ডবার্গ


প্রকাশিত: ১১:৫৯ এএম, ৩০ আগস্ট ২০১৫

বাংলাদেশি মোবাইল হ্যান্ডসেট কোম্পানি গোল্ডবার্গের প্রথমবারের মতো ব্র্যান্ডশপ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। বৃহস্পতিবার উত্তরার রাজলহ্মী শপিং মলের চতুর্থ তলায় ব্র্যান্ডশপটি উন্মোচন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার রহমান খান। এ সময় গোল্ডবার্গের প্রধান বিপণন কর্মকর্তা রাসেল আহমেদ, স্থানীয় পরিবেশকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আবরার রহমান জানান, আগামী সেপ্টেম্বর থেকে প্রতি মাসেই সারাদেশে নিয়মিত ব্র্যান্ডশপ চালু করা হবে। দেশের প্রান্তিক গ্রাহকদের কাছে পৌঁছতে প্রথম পর্যায়ে বিভাগীয় শহর এবং চলতি বছরের মধ্যেই ৬৪জেলা শহরে নিজস্ব ব্র্যান্ডশপ উন্মোচন করা হবে।

এর পর চট্টগ্রামে নতুন একটি ব্র্যান্ডশপ উদ্বোধন করা হবে। এছাড়া ব্র্যান্ডশপ চালুর আগেই দেশের ৬৪জেলা শহরে গোল্ডবার্গের হ্যান্ডসেট পাওয়া যাচ্ছে। গ্রাহক সেবার জন্য ইতোমধ্যে ১৮টি ইয়োর কেয়ার সেন্টার নামে গ্রাহক সেবা কেন্দ্র চালু করেছে গোল্ডবার্গ। এছাড়া একই ধরনের সেবা দেশের ৬৪জেলার কালেকশন পয়েন্ট থেকেও পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।