চতুর্থ ধাপের ভোটে ছুটি ঘোষণা করতে ইসির চিঠি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৬ এএম, ২১ মার্চ ২০১৯

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ হবে আগামী ৩১ মার্চ। ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপসচিব মো. আতিয়ার রহমান সই করা নথিতে বলা হয়, ‘চতুর্থ পর্যায়ের ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। এই উপজেলা পরিষদের নির্বাচনের দিন অর্থাৎ ৩১ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এর আগে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হয়েছে। এই দুই নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। চতুর্থ ধাপে ১১০ উপজেলায় ভোট হবে।

পিডি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।