সব জেলার ছোট নদী পুনঃখননের পরিকল্পনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ২০ মার্চ ২০১৯
ফাইল ছবি

ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের ৬৪ জেলায় খাল, জলাশয় ও ছোট নদীগুলোর নাব্যতা বৃদ্ধি, পানি ধারণ-ক্ষমতা বাড়ানো, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণের জন্য ছোট নদী, খাল, জলাশয় পুনঃখনন করার পরিকল্পনা নিয়েছে সরকার।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দ্বিতীয় বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে সদস্য মোস্তাফিজুর রহমান, ইসমাত আরা সাদেক, মো. মাহবুব উল আলম হানিফ, মির্জা আজম, মোহাম্মদ নজরুল ইসলাম এবং মুহিবুর রহমান মানিক অংশ নেন।

বন্যার কবল থেকে হাওর অঞ্চলের ফসল রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ডের গৃহীত কার্যক্রম এবং বিমান বন্দরের বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গৃহীত পদক্ষেপ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ করা হয়, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলাধীন বিভিন্ন হাওর বোরো ফসল আগাম বন্যার কবল থেকে রক্ষার্থে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এ পর্যন্ত বিভিন্ন প্রকল্পের আওতায় মোট ৫২টি হাওরসহ অন্যান্য হাওর উপ-প্রকল্পের ডুবন্ত বাঁধ নির্মাণ করেছে।

এ ছাড়াও বৈঠকে জানানো হয়, দেশের অর্থনৈতিক উন্নয়ন তথা বিশ্বে বাংলাদেশকে বিমান চলাচলের ক্ষেত্রে প্রাচ্য ও পাশ্চাত্যের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলাসহ প্রতিবেশী দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ ব্যবস্থার অধিকতর উন্নয়নের লক্ষ্যে ঢাকার আশপাশে সর্বাধুনিক আন্তর্জাতিক মান সম্পন্ন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর’ শীর্ষক নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে।

সে লক্ষ্যে এ প্রকল্পের বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা সম্পাদনের নিমিত্তে জাপানি পরামর্শক প্রতিষ্ঠান নিপন কই কো এলটিডি কাজ করছে।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।