শিক্ষার্থীদের আন্দোলনে সাদ্দামের সংহতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২০ মার্চ ২০১৯

নিরাপদ সড়ক চাই আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-সংসদের এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

বুধবার বিকেল ৪টার দিকে রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ডাকসুর এজিএস।

তিনি বলেন, সারাদেশে সড়ক পরিবহনে বিশৃঙ্খলা আছে। আমি তোমাদের আন্দোলনে সমর্থন জানাই।

সাদ্দাম বলেন, আমরা ২৩ মার্চ ডাকসুর দায়িত্ব নিচ্ছি, প্রয়োজনে আমরা একটা কমিটি করে দেবো। যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিবহনগুলো শৃঙ্খলা মেনে চলে।

saddam

তিনি বলেন, আমরা শৃঙ্খলা মানার একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। যাতে পুরো বাংলাদেশ বুঝতে পারে শৃঙ্খলা মেনে পরিবহন চলাচল করতে পারে।

ডাকসুর এজিএস বলেন, প্রয়োজনে গাড়ির কাগজপত্র ও চালকের লাইসেন্স চেক করার জন্য চেকপোস্ট বসানো যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।

এইউএ/জেএইচ/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।