আর্জেন্টিনা গেলেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৫ পিএম, ১৯ মার্চ ২০১৯

সাউথ সাউথ সম্মেলনে যোগ দিতে আর্জেন্টিনা গেলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। মঙ্গলবার তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

দায়িত্বগ্রহণের পর এই প্রথম ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী। আগামী ২০-২২ মার্চ বুয়েন্স আয়ার্সে সাউথ সাউথ কো-অপারেশন নিয়ে জাতিসংঘের সেকেন্ড হাইলেভেল সম্মেলনে যোগ দেবেন তিনি। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ড. মোমেন।

সূত্র জানায়, সাউথ সাউথ সম্মেলনে যোগদানের সময় বিভিন্ন দেশের শীর্ষপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া আর্জেন্টিনার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে তার। আগামী ২৪ মার্চ ড. এ কে মোমেন ঢাকায় ফিরবেন।

জেপি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।