রাঙ্গামাটিতে সেভেন মার্ডার : ঘটনা তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৯ মার্চ ২০১৯

রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে চালানো গুলিতে নির্বাচন কর্মকর্তাসহ সাতজন নিহতের ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে অতিরিক্ত সচিব ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তীকে প্রধান করে ও রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান।

কমিটিতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, বিজিবি, পার্বত্য উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটি জেলা পরিষদ এবং আনসার-ভিডিপির পাঁচজন প্রতিনিধি রয়েছেন বলে জানা গেছে। তবে তাদের সবার নাম জানা যায়নি।

আগামী ১০ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনকর্মীদের ওপর দুর্বৃত্তদের ব্রাশফায়ারে সাতজন নিহত হন। গুরুতর আহত সাতজনকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

এ ছাড়া আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে রাঙ্গাামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকেও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

আবু আজাদ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।