শ্রমিকদের কর্মপরিবেশ নিশ্চিতে সুপারিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১৯ মার্চ ২০১৯

শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়ন বিশেষ করে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ, নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. মুজিবুল হকের সভাপতিত্বে কমিটি সদস্য মো. কামরুল ইসলাম, মো. ইসরাফিল আলম. মো. নজরুল ইসলাম চৌধুরী, মানু মজুমদার, মুহাম্মদ ইকবাল হোসেন এবং শামসুন নাহার অংশ নেন।

বৈঠকে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। গার্মেন্ট শ্রমিকদের ডাটাবেজ তৈরি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পাঁচ শতাংশ লভ্যাংশ সঠিকভাবে দিচ্ছে কিনা সে বিষয়টি মন্ত্রণালয় থেকে মনিটরিং করার জন্য সুপারিশ করা হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, শ্রম অধিদফতরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এইচএস/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।