এবার জুতার ভেতর ইয়াবা-গাঁজা নিয়ে আবুধাবি যাবার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:১১ পিএম, ১৯ মার্চ ২০১৯

গতকাল সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী এক বিমান যাত্রীর তোশক থেকে গাঁজা উদ্ধারের পর আজ মঙ্গলবার (১৯ মার্চ) অপর এক যাত্রীর জুতার ভেতর করে ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সময় স্ক্যানারে মাদক বহনের বিষয়টি ধরা পড়ে। এসময় অভিযুক্ত যাত্রী জমির উদ্দিনকে আটক করা হয়। তার বাড়ি হাটহাজারী উপজেলায়।

ctg-1

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপন উইং কমান্ডার সারওয়ার-ই-আলম জাগো নিউজকে বলেন, আটক যাত্রী আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী ছিলেন। বিমানবন্দরের বোর্ডিং কাউন্টারে প্রবেশের সময় তার জুতার ভেতরে মাদকের অস্তিত্ব পাওয়া যায়। পরে জুতায় তল্লাশি করে সোলের ভেতরে ইয়াবা ও গাঁজা পাওয়া উদ্ধার করা হয়।

ctg-1

অভিযুক্ত জমির উদ্দিনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এমবিআর/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।