এপ্রিলে ঢাকা আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪০ পিএম, ১৯ মার্চ ২০১৯

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ঢাকা সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে এ সফর আসছেন তিনি।

মঙ্গলবার (১৯ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-ভুটান পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিতীয় বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এম শহীদুল হক। আর ভুটানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব সোনাম শং।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক সাংবাদিকদের বলেন, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ভুটানে প্রধানমন্ত্রী লোটে শেরিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকা আসছেন। সেই সফর সামনে রেখে এ বৈঠক হয়েছে।

তিনি জানান, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিদ্যুৎ, কানেক্টিভিটিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

ভুটানের পররাষ্ট্র সচিব সোনাম শং বলেন, ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের একটি মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন। সে কারণে বাংলাদেশ সফরে আসতে তিনি খুব আগ্রহী। আমরা আশা করছি এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তার এই সফর হবে।

জেপি/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।