উত্তরায় ২৫ হাজার বর্গফুট এলাকা দখলমুক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৮ এএম, ১৯ মার্চ ২০১৯

রাজধানীর উত্তরায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অভিযানে প্রায় ২৫ হাজার বর্গফুট এলাকা দখলমুক্ত করা হয়েছে।

সোমবার উত্তরা ৪ নম্বর সেক্টরের শায়েস্তা খাঁ এভিনিউ এলাকায় এ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।

অভিযানে কসাইবাড়ি থেকে সুইচ গেট পর্যন্ত ডিএনসিসির ড্রেনের উপর এবং ড্রেনের দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানকালে অবৈধভাবে নির্মিত ১৫০টি কাঁচা ও সেমিপাকা স্থাপনাও উচ্ছেদ করা হয়।

এই অঞ্চলে জলাবদ্ধতা দূরীকরণের অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের ফলে প্রায় ২৫ হাজার বর্গফুট এলাকা দখলমুক্ত হয়।

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।

এএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।