কল্যাণপুরে ভবন কেয়ারটেকারের স্ত্রী নিখোঁজ


প্রকাশিত: ০৮:২৬ এএম, ৩০ আগস্ট ২০১৫

রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর রোডস্থ একটি আবাসিক ভবনের কেয়ারটেকারের স্ত্রী গত ২৪ আগস্ট থেকে নিখোঁজ। নিখোঁজ ওই নারীর নাম স্ত্রী শাহিদা বেগম (৪৫)।
 
কল্যাণপুর শাহী মসজিদ সংলগ্ন ৫ নম্বর রোডের বালুর মাঠের ১৯ নং বাসার কেয়ারটেকার মজিবরের স্ত্রী তিনি।
 
পরিচিত আত্মীয়দের বাসায় খোঁজ খবর নিয়ে সন্ধান না পাওয়ায় মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখাঁজ ওই নারীর স্বামী মজিবর রহমান।
 
মজিবর রহমান বলেন, সম্প্রতি বাসা মালিক ও ডেভলপার কোম্পানির কাছ থেকে পাওনা টাকা ফেরত পান তিনি। তা নিয়ে গ্রামের বাড়িতে ফেরার কথা ছিল তার। তবে ২৪ আগস্ট সকালে অসুস্থতাজনিত কারণে ডাক্তারের কাছে যান তিনি। ফিরে এসে দেখেন জমানো ৩৩ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালঙ্কার ও কাপড়চোপড়সহ উধাও স্ত্রী শাহিদা বেগম (৪৫)।
 
আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগের পরও স্ত্রীর সন্ধান না পেয়ে ভুক্তভোগী স্বামী মজিবুর রহমান মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি করেছেন)। জিডি নং ১৮৭০।
 
বরগুনার আমতলী থানার কলাগাছি গ্রামের মৃত পবন আলী শিকদারের মেয়ে নিখোঁজ ওই নারী।
 
স্বামী মজিবর আরো জানান, ২০০৯ সালে বিবাহ করেন তিনি। ৬ বছরের বিবাহিত জীবনে নানা ভাবে টাকা পয়সা আত্মসাৎ করতো স্ত্রী শাহিদা বেগম (৪৫)।
 
সম্প্রতি অসুস্থতার জের ধরে স্ত্রী খুব খারাপ আচরণ শুরু করে। স্ত্রী শাহিদা নিখোঁজ নাকি গচ্ছিত টাকা আত্মসাৎ করতে পালিয়েছে তা নিশ্চিত নন তিনি। আইনি সহায়তার জন্যই মিরপুর থানায় জিডি করা হয়েছে বলে জানান তিনি।
 
এ ব্যাপারে যোগাযোগ করা হলে থানার ওসি ভুইয়া মাহাবুব হোসেন জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে জিডি গ্রহণ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিতের জন্য উপ-পরিদর্শক মতিউর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে।

জেইউ/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।