বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে হাইকোর্টের রুল


প্রকাশিত: ১১:১৬ এএম, ০৮ জুলাই ২০১৪

সেবাখাতে বিদেশি শিপিং কোম্পানিগুলোর মানি লন্ডারিং বিষয়ে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্বাহী পরিচালককে আগামী ৪ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি কোম্পানিগুলোকে আদালতে হাজির হয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খুরশিদ আলম সরকারের বেঞ্চ এক রিট আবেদনের প্রেক্ষিতে এ রুল জারি করেন। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট কামরুল হক সিদ্দিকী গত ২ জুন রিটটি দায়ের করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।