বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করলেন মুক্তিযোদ্ধারা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ১৭ মার্চ ২০১৯

নানা কর্মসূচির মধ্যে দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উদযাপন করলেন মুক্তিযোদ্ধারা।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটির উদ্যোগে আজ (রোববার) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে মুক্তিযোদ্ধারা র‌্যালি ও সমাবেশ করেছে। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কমিটির চেয়ারম্যান বি এল এফ মুজিব বাহিনীর মো. আবদুল হাইয়ের নেতৃত্বে হাজার খানেক মুক্তিযোদ্ধা।

সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক ভাইস চেয়ারম্যান মো. হারুনুর রশিদ। বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব আওয়ামী লীগ নেতা সফিকুল বাহার মজুমদার টিপু, উদযাপন কমিটির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন পাহাড়ি বীর প্রতীক, মোঃ মমিনুল হক, মাহমুদ পারভেজ জুয়েল, কমান্ডার মো. আবুল বাশার, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সভাপতি মো. হুমায়ূন কবির, হাজী এমদাদ, পুলিশের টি আই লিটন, নুরুজ্জামান ভুট্টো প্রমুখ।

এইচএস/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।