নানা অনুষ্ঠানে ডিএসসিসি পালন করছে বঙ্গবন্ধুর জন্মদিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৭ মার্চ ২০১৯

নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী পালন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

দিবসটি উদযাপন উপলক্ষে রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা এবং বেলুন ও পায়রা ওড়ানো।

DSCC.jpg

নগর ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিন শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করেছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্মদিন, বাংলাদেশের খুশির দিন শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সংস্থার সচিব মোস্তফা কামাল মজুমদারসহ বিভিন্ন দফতরের বিভাগীয় প্রধানরা বক্তব্য দেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্রসহ পুরস্কার তুলে দেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

DSCC.jpg

প্রসঙ্গত, আজ ১৭ মার্চ (রোববার) বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। তিনি ১৯২০ সালের ১৭ মার্চ তদানীন্তন ভারত উপমহাদেশের বঙ্গ প্রদেশের অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান দিবসটিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

এএস/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।